বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
রাজনীতি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাম জোটের শ্রদ্ধা ও সমাবেশ

লাইভ নারায়ণগঞ্জ: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সমাবেশ ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বাম গণতান্ত্রিক জোট। শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শহরে মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশ বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবতীর্, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সিপিবি নেতা দুলাল সাহা, ইকবাল হোসেন, বাসদ নেতা সাইফুল ইসলাম শরীফ।

নেতৃবৃন্দ বলেন, ৩০ লক্ষ মানুষ তার মধ্যে সহ¯্রাধিক বুদ্ধিজীবীর জীবনে বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধে মূল কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা,সামাজিক ন্যায়বিচার। মুক্তিযুদ্ধের পর যে সংবিধান রচনা হয়েছে তার মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ। কিন্তু স্বাধীন দেশে যারাই ক্ষমতায় এসেছে তারা মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে সরে গিয়ে দেশ পরিচালনা করেছে। প্রত্যেকেই সংবিধান লঙ্ঘন করেছে। ফলে ৯০ সালে দেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে। ২০২৪ এর ৫ আগস্ট আরও ব্যাপ্তি নিয়ে আরও একটি গণ অভ্যুত্থান করতে হয়েছে। ৫ আগস্টের পর কেউ কেউ মুক্তিযুদ্ধ ও ৫ আগস্টকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। সংবিধান বাতিলের কথা বলছে, মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করে বলার চেষ্টা করছে। আমরা বলতে চাই মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা হলো ৯০ ও ২৪। ফলে আমাদের মুক্তিযুদ্ধ ও ২৪ এর চেতনা মিলিত ভাবেই বুঝতে হবে। মুক্তিযুদ্ধের ও ২৪ এর চেতনায় আমাদের সাম্যের বাংলাদেশ তথা বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে। একই সাথে ৭১, ৯০ ও ২৪ এর ঘাতকদের বিচারের দাবি জানাতে হবে।

RSS
Follow by Email