শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্র ফ্রন্টের পুষ্পস্তবক অর্পণ
লাইভ নারায়ণগঞ্জ: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সরকারি তোলারাম কলেজে স্মৃতিসৌধ ও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে ওই পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহবায়ক সাইফুল ইসলাম, জেলা কমিটি সদস্য রুকন মিয়া, জুলাই ব্রিগেড সরকারী তোলারাম কলেজের সহসভাপতি আজিজুল হাকিম, সরকারী কদম রসূল কলেজের সাধারন সম্পাদক সুরাইয়া ইসলাম, সদস্য আহম্মেদ রবিন স্বপ্ন।
নেতৃবৃন্দ বলেন একাত্তর ও চব্বিশের ঘাতকের ক্ষমা নেই। ১৯৭১ সালে যারা একাত্তরের পরাজয় শক্তি হিসাবে ভূমিকা পালন করেছে। এখন তাড়া প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে। তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে লড়াই সংগ্রাম চলমান থাকবে।