সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led03সদর

শহীদ নগরে গৃহবধূর মরদেহ উদ্ধার, আটক শ্বশুর

লাইভ নারায়ণগঞ্জ: নিজ ঘর থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আত্মহত্যার প্রলোচনার অভিযোগে শ্বশুরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) বিকালে নারায়ণগঞ্জের শহীদ নগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধুর নাম ইনাজ। সে ফতুল্লার কাশিপুর এলাকার মেয়ে ও শহীদ নগর এলাকার পুত্রবধু ছিল।

আটককৃত ব্যক্তির নাম সিরাজ। সে ওই এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান লাইভ নারায়ণগঞ্জকে জানান, গৃহবধু ১ আগস্ট দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে যে কোন সময় আত্মহত্যার পথ বেছে নেন। এ ঘটনায় আত্মহত্যার প্রলোচনার অভিযোগে তাঁর শ্বশুর সিরাজকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email