মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫
রাজনীতি

শহীদ জিয়া হল পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে: খোরশেদ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত শহীদ জিয়া হল অবিলম্বে পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি অভিযোগ করেছেন, মহান স্বাধীনতার ঘোষকের নাম মুছে ইতিহাস বিকৃত করতে পরিকল্পিতভাবে হলের ক্ষতি করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) শহীদ জিয়া হলের নামফলক আংশিক পরিষ্কার এবং ফলকে থাকা শহীদ জিয়ার পুরাতন ছবি পরিবর্তনের সময় খোরশেদ এই দাবি করেন।

খোরশেদ বলেন, “ফ্যাসিস্টরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার নাম মুছে ইতিহাসকে বিকৃত করতে পরিকল্পিতভাবে নারায়ণগঞ্জের একটি সম্পদকে ধ্বংস করে দিয়েছে। আমরা অবিলম্বে শহীদ জিয়া হলকে পুনর্নির্মাণের দাবি জানাই।”

খোরশেদ উল্লেখ করেন, ফ্যাসিস্ট শাসনামলের গত ১৫ বছরে কয়েকবার জিয়া হলের নাম পরিবর্তন, শহীদ জিয়ার ম্যুরাল ভাঙচুর ও অপসারণ এবং পরিকল্পিতভাবে জিয়া হলকে ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি গণঅভ্যুত্থানের দিনই তার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শহীদ জিয়া হলের নামফলক ও শহীদ জিয়ার ছবি পুনরায় স্থাপন করেন।

এ সময় খোরশেদের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা শওকত খন্দকার, মুসা, মিঠু আহমেদ, ইমন, ওসমান গনি, রানা মুন্সী, রাসেল মনির, কাওসার, জুলহাস, কুতুবউদ্দিন, পারভেজ, নিপু, উৎসব সহ আরও অনেকে।

RSS
Follow by Email