শহীদদের স্বপ্ন বাস্তবায়ন আমাদের দায়িত্ব: মাওলানা আবদুল জব্বার
লাইভ নারায়ণগঞ্জ: “শহীদেরা আমাদের দেশের সম্পদ, তাদের স্বপ্ন বাস্তবায়ন আমাদের দায়িত্ব।” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। মঙ্গলবার (১ জুলাই) বাদ আসর মহানগর জামায়াতের কার্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, “মহান আল্লাহ সকল শহীদদের শাহাদাতকে কবুল করুন। যারা আহত হয়ে মানবেতর জীবন যাপন করছেন, তাদের সুস্থতা কামনা করে সবার জন্য প্রোগ্রাম শেষে দোয়া করা হয়।”
মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন সহ মহানগর কর্মপরিষদ সদস্য এবং বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।