শহীদদের নানা স্মৃতি প্রদর্শন করা হলো তোলারাম কলেজে
# সংগ্রামী চেতনাকে বাঁচিয়ে রাখতে কাজ করে যাচ্ছি: প্রত্যাশা
# শহীদ মানিক, রহমান, পান্থ, ও নাঈম আমাদের স্বাধীন চিন্তার প্রতীক: সাইদুর
লাইভ নারায়ণগঞ্জ: সরকারি তোলারাম কলেজে “তারুণ্যের উৎসব” উপলক্ষে দ্বিতীয় দিনের মতো চলছে “শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদ” এর প্রদর্শনী। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কলেজের প্রাঙ্গণে আয়োজিত এ মেলা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছে।
প্রদর্শনীতে তোলারাম কলেজের শহীদ চার শিক্ষার্থী—মানিক মিয়া (শাহরিক চৌধুরী), আব্দুর রহমান, মাহাদী হাসান পান্থ ও মেহেদী হাসান নাঈম—এর ব্যক্তিগত স্মৃতি, আন্দোলনের ছবি, ব্যবহার্য সামগ্রীসহ নানা সংগ্রহশালা প্রদর্শিত হয়। মেলায় শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
প্রদর্শনীর অন্যতম সংগঠক মুন্নি আক্তার প্রত্যাশা বলেন, শহীদদের আত্মত্যাগের কথা আজকের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরাই আমাদের এই প্রদর্শনীর উদ্দেশ্য। আমরা তাদের সংগ্রামী চেতনাকে বাঁচিয়ে রাখতে কাজ করে যাচ্ছি। তোলারাম কলেজের গণতান্ত্রিক পরিবেশ পুনর্গঠনে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
স্মৃতি সংসদের প্রদান সংগঠক সাইদুর রহমান বলেন, শহীদ মানিক, রহমান, পান্থ, ও নাঈম আমাদের স্বাধীন চিন্তার প্রতীক। তাদের জীবন উৎসর্গ করার পেছনে যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একতাই আমাদের শক্তি। তাদের পরিবারের প্রতি অবিচার এবং আহতদের প্রতি অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শহীদদের স্বপ্ন পূরণের জন্য আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা স্মৃতি সংসদের মাধ্যমে শহীদদের সংগ্রামী চেতনাকে প্রেরণা হিসেবে নিয়ে, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানাই।