বুধবার, অক্টোবর ৮, ২০২৫
রাজনীতি

শহর-বন্দরে মাসুদুজ্জামানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়েছে। জনগণের ন্যায্য অধিকার, ভোটের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বন্দর ও নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে পৃথকভাবে এই গণসংযোগ পরিচালিত হয়।

দিনের কর্মসূচির অংশ হিসেবে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খান।

এ সময় স্থানীয় জনগণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা পরিকল্পনা তুলে ধরা হয়। কর্মসূচিতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেটও বিতরণ করা হয়।

একই দিনে নারায়ণগঞ্জ শহরের ১২ নং ওয়ার্ডে নারী নেত্রী জহুরা ও যুবদলের যুগ্ম আহ্বায়ক রহমানের নেতৃত্বে পৃথকভাবে গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।

নেতৃবৃন্দ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সরাসরি জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির রাজনৈতিক বার্তা ও ৩১ দফার মূলনীতিসমূহ তুলে ধরেন। স্থানীয় নেতাকর্মীরা উল্লেখ করেন, নারী নেত্রী জহুরার নেতৃত্ব নারী সমাজের মাঝে দলীয় বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর, রাসেল, মো. মাসুদ, কামাল, মাসুদ, মহিউদ্দিন, মোস্তাক কাজী, টুটুল সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের ন্যায্য অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন গণমানুষের দ্বারে পৌঁছে দিতে এই ধরনের গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।

RSS
Follow by Email