সোমবার, মে ১৯, ২০২৫
Led05জেলাজুড়ে

শহরের সৌন্দর্য রক্ষায় না.গঞ্জ জেলা প্রশাসনের অভিযান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে, শহরে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (১৮ মে) “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির অংশ হিসেবে এই অভিযানটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে হাজীগঞ্জ মোড় থেকে পাঠানটুলি (পুরাতন ইপিজেড রোড) এবং হাজীগঞ্জ লঞ্চঘাট এলাকার পাশাপাশি হাজীগঞ্জ মোড় থেকে বরফকল পর্যন্ত রাস্তার দুইপাশের অবৈধ ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণ করা হয়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ জানান, শহরের সৌন্দর্য রক্ষা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” উদ্যোগের মাধ্যমে একটি স্বাস্থ্যকর, সচেতন এবং সুন্দর শহর গড়ে তুলতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।

এই পরিচ্ছন্নতা অভিযান নারায়ণগঞ্জের পরিবেশ সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এবং সাধারণ নাগরিকরা জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

RSS
Follow by Email