রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
জেলাজুড়েবন্দর

শর্ট সার্কিট থেকে আগুন: ৩ ঘর পুড়ে ছাই

লাইভ নারায়ণগঞ্জ: বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বন্দরে ৩টি বসত ঘর পুড়ে গেছে। রবিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টা বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহামুদনগর কলাবাগস্থ কামনি বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কোন প্রানহানির সংবাদ পাওয়া না গেলেও অগ্নিকান্ডে প্রায় দেড় লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ বাড়ি লোকজনেরা। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসলে, প্রায় ৩০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতিক র্শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকের ছড়িয়ে পরলে ৩টি বসত ঘর পুড়ে যায়। বসত বাড়িতে লোকজন না থাকার কারনে বসত ঘরের মালামাল অন্যত্র স্থানে সরানো সম্ভব হয়নি।

RSS
Follow by Email