শনিবার, মে ১৭, ২০২৫
Led05সদর

শরীর ও মনকে ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই: শিরীন হাবিব

লাইভ নারায়ণগঞ্জ: বিশিষ্ট শিল্পপতি,  শিক্ষানুরাগী ও আমরা মোহামেডান কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শিরীন হাবিব বলেছেন জীবনে সুখী হতে সর্বপ্রথম প্রোয়জন সুস্থ ও সবল শরীর। শরীর ও মনকে ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই।


‎শনিবার (১৭ মে) বিকালে আলি আহামদ চুনকা নগর মিলনায়তনে রেইনবো ইন্টারন্যাশনাল স্কুলের  বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বর্তমান সময়ে শিশু থেকে শুরুকরে ছাত্রসমাজ অধিকাংশই খেলা ধুলো বলতে বোঝে অনলাইন ভিডিও গেম। যা স্বাস্থের জন্য যেমন ক্ষতিকর , তেমনই মানসিক বিকাশের পথেও অন্যতম বাঁধার কারণ। শিশুদের মোবাইল গেম থেকে দূরে রেখে মাঠে খেলাধুলার প্রতি জোর দিবেন যাতে শিশুর মেধা বিকাশ ঘটে। আজকের শিশু আগামি দিনের ভবিষ্যৎ। ওরাই একদিন দেশ পরিচালনা করবে। তাই অতিরিক্ত মোবাইল আসক্তে মেধা বিকাশে ব্যঘাত ঘটে। তাই বলবো বাচ্চাদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখার চেষ্টা করুন।

রেইনবো ইন্টরন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল আলম বাপ্পির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক মজিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সিপি কবির হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী পিপি আব্দুল মোতালেব, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী পিপি আব্দুস সালমান বেপারী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী পিপি মহিউদ্দিন মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জামাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী পিপি তোফায়েল আহমেদ সরকার, ‎বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী পিপি মো নজরুল ইসলাম, ওয়ার্ল্ড সাইনের স্বত্বাধিকারী পিপি মো মাহবুবুর রহমান, ওমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আল মামুন প্রমূখ।

RSS
Follow by Email