মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
জেলাজুড়েরাজনীতিসোনারগাঁ

শম্ভুপুরা ফতেহপুর কেন্দ্রে পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখানো অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের ‘ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ভোট কেন্দ্রে লাঙ্গল প্রার্থীর পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখানো অভিযোগ উঠেছে। রবিবার (৭ জানুয়ারি) সকালে ভোট কেন্দ্রে এমন অভিযোগ করে লাঙ্গল প্রতিকের ভোট কেন্দ্রে উপস্থিত এক পোলিং এজেন্ট।

তিনি সাংবাদিকদের জানান, আমরা এই কেন্দ্রে সকাল থেকে ভোট গ্রহন কর্মসূচিতে পোলিং এজেন্ট হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছি। এখানে নৌকা প্রার্থীর সমর্থকরা আমাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের নানা ভাবে হুমকি দিচ্ছে। আমরা এই কেন্দ্রে শুধু নাম মাত্র দ্বায়িত্ব পালন করছি। বলা যায় এই কেন্দ্রে লাঙ্গলের কোন লোকজনই নাই।

RSS
Follow by Email