শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
জেলাজুড়েরাজনীতিসোনারগাঁ

শম্ভুপুরায় একাধিকবার ভোটসহ কিশোরের ভোট দেয়ার অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের ‘চর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ একজন ভোটারের একাধিকবার ভোট ও অপ্রাপ্ত বয়সের কিশোর ভোট দেয়ার অভিযোগ উঠেছে। সরেজমিন রবিবার (৭ জানুয়ারি) সকালে ভোট কেন্দ্রে এমন চিত্র ধরা পরে সাংবাদিকদের হাতে। এ সময় অপ্রাপ্ত বয়সের কিশোদের আটকে জিজ্ঞাসা করলে ওই কিশোর পালিয়ে যায়।

এছাড়া চর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই ভোটার একাধিক ভোট দেয়ার অভিযোগ করেন জাতীয় পার্টির সমর্থকরা। তাৎক্ষণিক একজন ভোটারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ‘আরেকটা ভোট দিতে মন চায়’। এ সময় নৌকার সর্মথকরা লাঙ্গল প্রতীকের সমর্থকদের সাথে অসদাচরণ করেন এবং বিশৃঙ্খলা তৈরী হয়। সাংবাদিকদের উপস্থিতিতে কেন্দ্রে কিছুটা শান্ত পরিবেশ থাকলেও পরে আগের ন্যায় হয়ে যায়।

RSS
Follow by Email