শব্দ দূষণ বন্ধে সোনারগাঁয়ে অভিযান, ৪ যানবাহনে জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ: শব্দ দূষণ নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁও উপজেলায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ অভিযানে শব্দদূষণকারী চারটি যানবাহনকে মোট ৯ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং পাঁচটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) উপজেলা প্রশাসন, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি দল দুটি পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা প্রশাসন ও আদালতের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) (কাঁচপুর সার্কেল) ফাইরুজ তাসনিম। তাদের সঙ্গে ছিলেন সোনারগাঁও থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে বিধিমালাটির ১৮(২) ধারা মোতাবেক এই চারটি যানবাহনকে জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জে শব্দ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
