রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
জেলাজুড়ে

শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

লাইভ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দ দূষণকারী ২টি যানবাহন থেকে এক হাজারটাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (২৩নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা এর নেতৃত্বে দেন। এসময় সাথে ছিলেন নারায়ণগঞ্জ থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিউকিশন প্রদান করেন।

অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(২) বিধি লংঘন করায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ১৮(২) মোতাবেক নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণকারী ২টি যানবাহন থেকে এক হাজার টাকা জরিমানা ও ২টি হর্ণ জব্দ করা হয়।

RSS
Follow by Email