বৃহস্পতিবার, মে ২২, ২০২৫
Led05আদালত

শব্দ দূষণ বন্ধে না.গঞ্জ সদরে অভিযান, ৭ পরিবহনের জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: সদরে শব্দদূষণ বন্ধে এক অভিযানে ৭টি পরিবহনের জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় ৬টি হর্ণ মেশিনসহ জব্দ করা হয়। বুধবার (২১ মে) পরিবেশ অধিদপ্তর মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালন করা হয়।

এসময় প্রসিউকিশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব টিটু বড়ুয়া ।

পরিবেশ অধিদপ্তর জানায়, একটি টীম কর্তৃক শব্দদূষণ বন্ধে সদরে অভিযান পরিচালনা করে। অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক শব্দদূষণকারী ৭টি পরিবহনের মোট ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ৬টি হর্ণ মেশিনসহ জব্দ করা হয়েছে। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা কিংবা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email