শব্দ দূষণ বন্ধে অভিযান: ৩ যানবাহনে জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ: শব্দ দূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ সদর উপজেলায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। অভিযানে শব্দ দূষণের দায়ে তিনটি যানবাহনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দুইটি অবৈধ হর্ন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব খন্দকার শমিত রাজা এর নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা এই টীমে ছিলেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মো: হুজ্জাতুল ইসলাম অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(২) বিধি লংঘন করায় সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ১৮(২) মোতাবেক নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণকারী তিনটি যানবাহন থেকে মোট ৩ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পাশাপাশি, শব্দ দূষণ সৃষ্টিকারী দুটি হর্নও জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
