শব্দদূষণ রোধে জেলা প্রশাসনের অভিযান-জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ: অসহনীয় শব্দদূষণ থেকে শহরবাসীকে মুক্তি দিতে এবার কঠোর ভূমিকায় নেমেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টিকারী অবৈধ উচ্চ শব্দের হর্ন ও শব্দদূষণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে পরিচালিত এক বিশেষ অভিযানে পাঁচটি যানবাহনের মালিককে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়। অভিযান শেষে শব্দদূষণ বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী মোট চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত চারটি অবৈধ উচ্চ শব্দের হর্ন জব্দ করা হয়।
নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিল এবং খন্দকার শমিত রাজার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।
অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম বলেন, শহরের শব্দদূষণ এখন জনস্বাস্থ্যের জন্য এক বিরাট হুমকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় অবৈধ হর্ন ব্যবহার কেবল বিরক্তিই নয়, এটি মানসিক চাপ, শ্রবণশক্তি হ্রাস এবং নানা শারীরিক জটিলতার কারণ হচ্ছে। তিনি আরও জানান, শব্দদূষণকারী যানবাহন ও কারখানার বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে। নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগের মাধ্যমেই নগরবাসীকে শান্ত ও স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে দিতে প্রশাসন বদ্ধপরিকর।