বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫
Led04আদালতপরিবহন

শব্দদূষণ বন্ধে লিংক রোডে অভিযান, ৭ যানবাহনে জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ লঙ্ঘন করায় নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে সাতটি শব্দদূষণকারী যানবাহনকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানে সাতটি যানবাহন থেকে সর্বমোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং তাদের হর্ণ জব্দ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ফারাহ ফাতেহা তাকমিলা এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা সমন্বয়ে গঠিত টীম অংশ নেয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক এই জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email