শব্দদূষণের দায়ে কাঁচপুরে ৩ যানবাহনে জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ: পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে সোনারগাঁও উপজেলায় অভিযান চালানো হয়েছে। এই অভিযানে উচ্চ শব্দ সৃষ্টি করার অপরাধে তিনটি যানবাহনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার কাঁচপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন কাঁচপুর রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজা তাছনিম। অভিযানে সোনারগাঁও থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে এই জরিমানা করা হয়। এই বিধিমালা অনুযায়ী, নির্ধারিত সীমার বেশি শব্দ উৎপাদন করলে তা আইনত দণ্ডনীয়। অভিযান চলাকালে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক তিনটি যানবাহনকে ৯,০০০ টাকা জরিমানা করা হয় এবং উচ্চ শব্দের তিনটি হর্ন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণকারী যানবাহন ও কারখানার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় এবং শব্দদূষণ রোধে সকল প্রকার যানবাহন চালককে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। ভবিষ্যতে কেউ এই ধরনের আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।