সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led03Uncategorizedজেলাজুড়েরাজনীতিসদর

শকুন থেকে দেশ বাঁচাতে ভোট কাস্ট চাই ৮০ শতাংশ : খোকন সাহা

 লাইভ নারায়ণগঞ্জ :  বাংলাদেশের উপরে শকুনের দৃষ্টি পড়েছে। বাংলাদেশের নীট শিল্প বিপ্লব ঘটেছে সেলিম ভাইয়ের নেতৃত্বে। চায়নার মত দেশ আমাদের পিছনে আছে নীট শিল্পে। এজন্য পৃথিবীর বড় বড় শকুনের চোখ পড়েছে বাংলাদেশের মানচিত্রের উপর। ওরা চায় সেইন্ট মার্টিন, ওরা চায় সমুদ্র সীমানা, যেটা শেখ হাসিনা জয় করেছেন। এটা বাঙ্গালী জাতি কখনো হতে দিবে না।

১৮নং ওয়ার্ড এর শীতলক্ষ্যা এলাকায় এক নির্বাচনী জনসভায় এ বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা।

তিনি আরও বলেন, তাদের থাবা থেকে প্রতিহত করার জন্য, দেশ রক্ষার জন্য ৭০-৮০% ভোট কাস্ট হতে হবে। তাদের দেশে ৮-১২% ভোট কাস্ট হলে গণতন্ত্র থাকে আর আমাদের দেশে ৩০-৪০% ভোট কাস্ট হলেও গণতন্ত্র থাকে না। অগ্নি সন্ত্রাসীরা মাঠে নেমেছে, তাদের ছাড়া মানুষ ভোট দিতে যাবে না। ভোটাধিকার প্রয়োগ করে পুরো পৃথিবীকে দেখাতে হবে। বাংলাদেশকে রক্ষার জন্য এই ভোট।

অনুষ্ঠানে বাংলাদেশ পাট আড়ৎদার সমিতির সভাপতি ফয়েজউদ্দিন আহমেদ লাভলুর সভাপতিত্বে ও এনসিসি ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্নার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো শহীদ বাদল (ভিপি বাদল), মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান, জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক এড মাহমুদা মালা, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।

RSS
Follow by Email