সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
শিক্ষাসোশ্যাল মিডিয়া

লেখালেখি বিষয়ক কর্মশালার আয়োজন করেছে না.গঞ্জ কলেজ

লাইভ নারায়ণগঞ্জ: নৃত্য,সংগীত ও কম্পিউটারের পর এবার লেখালেখি বিষয়ক কর্মশালার আয়োজন করেছে নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ব বিদ্যালয়। রবিবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জ কলেজের পেজ থেকে এ সংক্রান্ত এক পোস্ট দেওয়া হয়।

পাঠকের সুবিদার্থে পোস্টটি হুবাহু তুলে ধরা হলো।

‘লেখালেখি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। সাহিত্যচর্চা কিংবা সাংবাদিকতার সঙ্গে যুক্ত কিংবা আগ্রহী শিক্ষার্থীরা অংশ নাও কর্মশালায়।

নারায়ণগঞ্জ কলেজে লেখালেখি বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটি পরিচালনা করবেন শহরের প্রতিষ্ঠিত কবি সাহিত্যিক সাংবাদিক ও গবেষক। ক্লাস হবে রবি থেকে বৃহস্পতি সপ্তাহে যে কোন দুই দিন। দুপুর বারোটা থেকে একটা। কলেজের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত এই কর্মশালা। কর্মশালায় কোন ফি দিতে হবে না। আগ্রহী শিক্ষার্থীদের ৩০ অক্টোবর বুধবারের সকাল ১০ টা থেকে দুপুর বারোটার মধ্যে লাইব্রেরি থেকে আবেদনপত্র সংগ্রহ করে এক কপি ছবিসহ জমা দিতে হবে।’

RSS
Follow by Email