বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫
Led03সদর

লেক থেকে মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সিটি পার্কের (রাসেল পার্ক) লেক থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকালে শহরের দেওভোগ পাক্কা রোডের পূর্বপাশের লেকের পশ্চিম পাশের একটি গাছের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অজ্ঞাত মৃত ব্যক্তির পরনে ছিল একটি খয়ারি কালার প্লো-শার্ট ও লুঙ্গি।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মো. রায়হান বলেন, দূর থেকে আম গাছের নিচে একটি হাত ভাসতে দেখে সন্দেহ হলে নিচে নেমে দেখি একটি মানুষের লাশ ভাসছে। এরপর আশেপাশের মানুষ জড়ো হয়ে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয়দের বরাতে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন বলেন, প্রায় সময় এখানে মাছ ধরতেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লেক পাড়ে মাছ ধরতে এসে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহটি স্থানীয়দের মাধ্যমে পানি থেকে উদ্ধার করে দেখানো হলে কেউ তার পরিচয় বলতে পারেনি। মরদেহটির পাশাপাশি একটি মাছ ধরার বঁর্শিও পাওয়া যায়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।

RSS
Follow by Email