সোমবার, নভেম্বর ১০, ২০২৫
Led02Led05জেলাজুড়ে

লুন্ঠিত অস্ত্র উদ্ধারে পুরষ্কারের ঘোষণা করলো নারায়ণগঞ্জ পুলিশ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য সর্বস্তরের জনগণের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে তাকে পুরস্কৃত করা হবে এবং তথ্যদাতার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে।

জেলা পুলিশের ঘোষণা অনুযায়ী, পুরষ্কারের পরিমাণ হলো: গুলি প্রতি ৫০০ টাকা, পিস্তল ও শর্টগান উদ্ধারে ৫০ হাজার টাকা, রাইফেল উদ্ধারে ১ লক্ষ টাকা, এসএমজি (SMG) উদ্ধারে ১ লক্ষ ৫০ হাজার টাকা, এবং এলএমজি (LMG) উদ্ধারে ৫ লক্ষ টাকা।

তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)-এর ০১৩২০-০৯০৩০৩ নম্বরসহ নারায়ণগঞ্জ সদর মডেল থানা (০১৩২০-০৯০৩৭৭), ফতুল্লা মডেল থানা (০১৩২০-০৯০৪০৩), সিদ্ধিরগঞ্জ থানা (০১৩২০০৯০৪২৯), বন্দর থানা (০১৩২০-০৯০৪৫৫), সোনারগাঁও থানা (০১৩২০-০৯০৫৩৩), রূপগঞ্জ থানা (০১৩২০-০৯০৪৮১), আড়াইহাজার থানা (০১৩২০-০৯০৫০৭), জেলা গোয়েন্দা শাখা (০১৩২০-০৯০৫৫৯) এবং পুলিশ কন্ট্রোল রুমের (০১৩২০-০৯১২৯৮) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

RSS
Follow by Email