রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
অর্থনীতি

লিটন সাহা’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন ও বাংলাদেশ টেক্সটাইলডাইস এন্ড কেমিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনে’র সভাপতি লিটন সাহা’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিওয়াইএমএ এর সভাকক্ষে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি, মোস্তফা এমরানুল হক মুন্না, পরিচালনা পরিষদ সদস্য- মোঃ মজিবুর রহমান, মোঃ আমিন উদ্দিন, মোঃ তাজুল ইসলাম টুটুল, মোঃ সিরাজুল হক হাওলাদার, মোঃ আকবর হোসেন, গৌতম সাহা, মোঃ তাইজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মুসা, বিশ্বজিৎ সাহা। বাংলাদেশ টেক্সটাইলডাইস এন্ড কেমিক্যাল মার্চেন্টস এসোসিয়েশনের পরিচালনা পরিষদ সদস্য- মোঃ সানাউল্লা, মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, মোঃ জসিম উদ্দিন, মাহমুদুল হাসান (বাবু), সুরজিত রায়, মোঃ শফিকুল করীম সহ বাজারের সম্মানিত ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লিটন সাহা গত ১১ নভেম্বর শনিবার ‘নিউমোনিয়ায়’ আক্রান্ত হয়ে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন। বর্তমানে তিনি মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর আলী হোসেনের তত্তাবধানে চিকিৎসাধীন আছেন।

RSS
Follow by Email