বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Led02জেলাজুড়েফতুল্লা

লিঙ্ক রোডে ফয়সাল আহত, শামীম ও সেলিম ওসমানসহ ৮৭ জনের নামে মামলা

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলনে ফয়সাল খান আহত হওয়ার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি সেলিম ওসমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ফতুল্লা থানায় ফয়সাল খান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) সোলায়মান মাহবুব লাইভ নারায়ণগঞ্জকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি সেলিম ওসমান, এমপি পুত্র অয়ন ওসমানসহ ৮৭ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

ওসি সোলায়মান মাহবুব লাইভ নারায়ণগঞ্জকে জানান, ২০ জুলাই ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে ফয়সাল খান আহত হন। ১০ সেপ্টেম্বর আহত ফয়সাল খান নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

RSS
Follow by Email