রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led05সদর

লিংক রোডের গর্তে উল্টে গেলো যাত্রীবাহী মিশুক

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের আর্মি মার্কেট এলাকায় রাস্তার গর্তে পরে যাত্রীবাহী মিশুক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল সারে ৯টার দিকে চানমারির দিক থেকে আসছিলো একটি মিশুক, যাতে যাত্রী ছিলো দুইজন। মিশুকটি আর্মি মার্কেটের সামনে এলে রাস্তায় সৃষ্টি হওয়া বড় গর্তে পরে হটাৎ উল্টে যায়। বৃষ্টির কারণে হয়তো গর্তটি অনুমান করতে পারেনি চালক।

চাষাঢ়া থেকে শুরু করে চানমারি পর্যন্ত রাস্তায় এসব দুর্ঘটনা প্রায় হয়ে থাকে বলে জানায় স্থানীয় দেকানীরা।

RSS
Follow by Email