শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
Led05আদালত

লিংক রোডে অভিযান, ৬ মামলায় ৪ বাস ডাম্পিংয়ে

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ফিটনেসবিহীন গাড়ি, রুট পারমিটবিহীন এবং লাইসেন্স ও রেজিষ্ট্রেশনবিহীন গাড়ির চলাচলের বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারি এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেন নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ সদর উপজেলার চানমারি নামক স্থানে ফিটনেসবিহীন গাড়ি, রুট পারমিটবিহীন এবং লাইসেন্স ও রেজিষ্ট্রেশনবিহীন গাড়ির চলাচলের বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় রুট মৌমিতা, আসিয়ান ও বন্ধু পরিবহনের রুট পারমিট এবং ফিটনেস না থাকায় ৪টি বাস ডাম্পিং এ প্রেরণ করা হয়। সড়ক পরিবহন আইন প্রতিপালন না হওয়ার কারণে বিভিন্ন বাসচালকদের সংশ্লিষ্ট আইনে ৬ টি মামলায় ২৮ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।

RSS
Follow by Email