বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
Led05ফতুল্লা

লিংক রোডে অজ্ঞাত মাইক্রোবাসের চাপায় নারীর মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অজ্ঞাত মাইক্রোবাসের চাপায় রানু বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ফতুল্লা খাঁন সাহেব ওসমান আলী ক্রীকেট ষ্টেডিয়ামের সামনে এঘটনা ঘটে।

নিহত রানু বেগম কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার বেড়াখোলা গ্রামের আবু তাহেরের স্ত্রী।

নিহতের স্বামী আবু তাহের জানায়, সে শারীরিক প্রতিবন্ধী। সে একাই ফতুল্লা রেলস্টেশন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। তার স্ত্রী কুমিল্লায় নিজ গ্রামের বাড়ীতে বসবাস করে। তাকে দেখার জন্য কুমিল্লা থেকে ফতুল্লায় আসতে নিয়েছিলো। পথিমধ্যে সড়ক দূর্ঘটনায় তার স্ত্রী নিহত হয়েছে।

বিষয়টি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম মিয়া।

ওসি জানান জানান, দুপুর দেড়টার সময় রাস্তা পাড়াপাড়ের সময় নারায়ণগঞ্জগামী অজ্ঞাত একটি মাইক্রোবাস রানু বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। তখন রানু বেগম ঘটনাস্থলেই মারা যায়। তার গ্রামের বাড়ি কুমিল্লা থেকে ফতুল্লার দাপা এলাকায় ভাড়া বাসায় ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email