শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
ক্রীড়া

লায়ন্স ক্লাবের রোড শো অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জঃ লায়ন্স ইন্টারন্যাশনাল, মাল্টিপল জেলা ৩১৫, বাংলাদেশ এর উদ্দ্যোগ লায়ন্সের মিশন ১.৫ (চ্যালেঞ্জ এক্সেপটেড) লায়ন্সের কার্যক্রম সম্পর্কে এক রোড শো অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল প্রাঙ্গন থেকে শুরু হয়ে আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতালে পর্যন্ত এ রোড শো অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল এর বর্তমান প্রেসিডেন্ট ড. পেট্টি হিল, দেশের সদ্য প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক শেখ কবির হোসেন, মোসলেম আলী খান, আইডি এনডোরসি নাজমুল হক ও মাল্টিপল জেলা ৩১৫, বাংলাদেশ এর কাউন্সিল চেয়ারপাসন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল ওহাব, ইন্টারন্যাশনালের অন্যান্য নেতৃবৃন্দসহ অন্যান্য লায়ন ও লিও নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দরা লায়ন্সের সেবা ও উন্নয়নে এ সকল কার্যক্রম ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করে এবং কার্যক্রমের অংশ হিসেবে লায়ন্সের কার্যক্রম লোকাল কমিউনিটি ও অন্যান্যদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষে লিফলেট, টি-শার্ট ও অন্যান্য গিফট প্রদান করা হয়।

RSS
Follow by Email