লায়ন্স ক্লাবের উদ্যোগে ৫০ জনের বিনামূল্যে চোখের ছানি অপারেশন
লাইভ নারায়ণগঞ্জ: ৫০জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ডিআইটি মন্ডলপাড়া এলাকায় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মন্ডলপাড়া এলাকায় লায়ন্স শহিতুন্নেছা চক্ষু হাসপাতালে এ অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট লায়ন আশরাফুল আলম সিরাজী রাসেল জানিয়েছে, লায়ন্স অক্টোবর সেবা মাসে বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবা কর্মসূচীতে চোখের ছানী রোগি সনাক্ত করা হয়। এর মধ্যে ৫০ জন রোগিকে দুই পর্বে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করিয়েছে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ। আগামীতেও এমন স্বাস্থ্যসেবা কর্মসূচী অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, রিজওন চেয়ারপার্সন হেডকোয়াটার( কর্ডিনেটর নারায়নগঞ্জ) লায়ন সায়েদুল ইসলাম শাকিল, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট লায়ন আশরাফুল আলম সিরাজী রাসেল, হোসেন শিকদার ফাউন্ডেশন এর ইকবার হোসেন মিঠু সহ অন্যান্য লায়ন্স সদস্যরা এ সময় উপস্থিথ ছিলেন