লাশের মিছিল চলছে রূপগঞ্জের পূর্বাচল: প্রাণ গেলো আরও এক শিক্ষার্থীর
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে পূর্বাচলের সড়ক দুর্ঘটনায় মোতাসিম মাসুদ (২২) নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন মেহেদী খান (২২) ও অমিত সাহা (২২) নামে তারই দুই বন্ধু। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। মুনতাসির মাসুদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী।
নিহত মুনতাসির মাসুদ বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। এছাড়া তার দুই বন্ধু অমিত সাহা ও মেহেদী হাসান একই বিভাগ ও ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
নিহত মুনতাসিরের বন্ধু ফাইয়াজ গণমাধ্যমকে বলেন, রাতে তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। ৩০০ ফিট এলাকায় যাওয়া মাত্রই বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে। পরে আমরা খবর পেয়ে তাদের প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক মুনতাসির মাসুদকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারা সেখানে চিকিৎসাধীন।
রূপগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক মো. জাহাঙ্গির আলম জানায়, এই ঘটনায় ৩জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। অভিযুক্তরা মাদক সেবন করেছে কিনা তার জন্য ডপ টেস্ট করানো হয়েছে।
আটককৃতরা হলো, রাজধানীর পল্লবী থানার মিরপুর ১০ এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে মো. মুবিন আল মামুন (২০), মিরপুর মধ্য পিরের বাগ এলাকার রিজওয়ানুল করিমের ছেলে মো. মিরাজুল করিম (২২) ও উত্তরা পশ্চিম থানার ১৩নং সেক্টর এলাকার বাহাউদ্দিন চৌধুরী বাকেরের ছেলে মো. আসিফ চৌধুরী (১৯)।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানান, আমরা দুর্ঘটনায় ৩জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে তাদের আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।