শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
Led04রাজনীতি

লালন মেলা বন্ধের হুমকি, তরিক-বিপ্লবের নিন্দা ও প্রতিবাদ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের নরসিংহপুরে আয়োজিত লালন মেলা বন্ধের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন ও মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ওই প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ১৫ নভেম্ববর মুক্তিধাম আশ্রম আয়োজিত লালন মেলা বন্ধের হুমকির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। গত ১৭ সেপ্টম্বর স্থানীয় প্রাসাশন কাশিপুর, নরসিংহপুর গ্রামের মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমিকে লালন মেলা করার অনুমোদন প্রদান করেন। কিন্তু ১৫ তারিখ তৌহিদী জনতার নাম ব্যবহার করে সমাজে বিভাজন সৃষ্টিকারীরা হুমকি দিয়ে লালন মেলা বন্ধ করতে বলেন। সেই সাথে তারা প্রয়োজনে হাত ব্যবহার করবেন বলে জানান। যা নিজ হাতে আইন তুলে নেয়ার মতো ফৌজদারি অপরাধ।

নেতৃবৃন্দ আরও বলেন, এই অঞ্চলে হাজার বছর ধরে মুসলমান, হিদৃু, বৌদ্ধ, খীষ্ট্রান, পাহাড়ি, ফকির, পাগলসহ নানা মতের মানুষ বসবাস করে আসছে। এখানে যেমন ওয়াজ হয়, উরস হয়, কোরআনের তাফসীর হয় তেমনি কীর্তন হয়, বাউল গান, পালা গান হয়, লালন মেলা অনুষ্ঠিত হয়। এটাই আমাদের আবহমান সংস্কৃতির উদাহরন। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমাদের এই সাংস্কৃতিক ঐক্যকে ভেঙে দুস্কৃতিকারীরা নানাভাবে উস্কানি দিয়ে সমাজে বিভাজন করার চেষ্টা করছে। তৌহিদি জনতার নামে আজকে যারা নারায়ণগঞ্জে বিশৃঙ্খলার চেষ্টা করছে তারা অতীতে ফ্যাসীবাদের মাফিয়া শামীম ওসমানদের হয়ে কাজ করতো। যার নজির নারায়ণগঞ্জবাসী অতীতে দেখেছে। এই ফ্যাসীবাদের সহযোগীরা এখন নানাভাবে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করে আলোচনায় থাকতে চায়। আমরা নারায়ণগঞ্জের জেলা প্রশাাক ও পুলিশ সুপারের কাছে আহ্বান জানাই লালন মেলা অনুষ্ঠানের আয়েজকদের সার্বিক নিরাপত্তা দিয়ে তাদের আয়োজনকে নির্বিঘ্নে পরিচালনা করার যাথাযথ পদক্ষেপ গ্রহন করবেন।

RSS
Follow by Email