শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
ফতুল্লাসোশ্যাল মিডিয়া

লায়ন্স ক্লাব না.গঞ্জের উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন শত শত মানুষ

লাইভ নারায়ণগঞ্জ: লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ, লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রাল ও হোসেন শিকদার ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে কাশীপুর হাটখোলা এলাকায় দিনব্যাপী এক ব্যাপক সেবামূলক কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত চলা এই কর্মসূচিতে প্রায় ৬০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা প্রদান করা হয়।

এই সেবামূলক কার্যক্রমে মোট ছয়শ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে, ২০০ রোগীর দৃষ্টি শক্তি পরীক্ষা করা হয় এবং ১০০ রোগীর ছানী রোগের জন্য বাছাই করা হয় (যাদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে)। ১৫০ রোগীর ডায়াবেটিস রোগ নির্ণয় করা হয়। ১৫০ রোগীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে ৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়, ২০০ বৃক্ষ চাড়া বিতরণ করা হয়, ১০টি ঔষধি ও ফলজ বৃক্ষ চারা রোপন করা হয় এবং ২০০ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দ্বিতীয় ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হওয়ায় লায়ন এমরান ফারুক মইন রানাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে সম্মানিত করে হোসেন শিকদার ফাউন্ডেশন। তিনি এই সেবামূলক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মেডিক্যাল ক্যাম্পে সেবামূলক কার্যক্রম মিঠু, মিতালী, রাজ্য, তানজিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এসময় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট লায়ন নাসির উদ্দিন মন্টু, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন সায়েদুল ইসলাম শাকিল, ক্লাব ৩য় ভাইস প্রেসিডেন্ট লায়ন আলাল উদ্দিন, ক্লাব জয়েন্ট টেমার লায়ন রাকিব উল হাসানসহ লায়ন ও লিও ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email