শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
সিদ্ধিরগঞ্জ

লায়ন্স ক্লাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

লাইভ নারায়ণগঞ্জ: অক্টোবর সেবা মাসে ঐতিহ্যবাহি লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দিনব্যাপি নানা ধরনের সেবামূলক কার্যক্রম পালন করা হয়েছে।

সোমবার ২৩ অক্টোবর সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা স্কুল ও কাউন্সিলের কার্যালয়ে এ সেবা কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫-এ টু এর গভর্ণর লায়ন ড. মোঃ বশির উল্লাহ।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম ভাইস গভর্ণর মোহাম্মদ হানিফ, কেবিনেট সেক্রেটারী সামিউল মুক্তাদির, নারায়ণগঞ্জ কো-অর্ডিনেটর লায়ন হায়দার আলী বাবুল,লায়ন্সলায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর পরিচালক লায়ন এমজেএফ আনজুমান আরা আকসির, লায়ন এ্যাডভোকেট রাকিবুল হাসান শিমুল, লায়ন মোস্তাফিজুর রহমান রিপন, ক্লাবের সাবেক প্রেসিডেন্ট লায়ন এমজেএফ সাইদুল্লাহ হৃদয়, বর্তমান ক্লাব প্রেসিডেন্ট লায়ন এমজেএফ ইয়াসির আরাফাত ভূইয়া, প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন এ্যাডভোকেট আশরাফুল আলম সিরাজি, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন নজরুল ইসলাম এমজেএফ, তৃতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন এ্যাডভোকেট নুরুল হুদা, সেক্রেটারী ইমরান ইবনে রউফ আবীর, প্রথম জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ আল ইমরান অবাক, দ্বিতীয় জয়েন্ট সেক্রেটারী লায়ন তানভীর আবেদিন তন্ময় এমজেএফ, ট্রেজারার লায়ন মোঃ আলাল উদ্দিন এমজেএফ, জয়েন্ট ট্রেজারার লায়ন মোঃ শামসুর রহমান কাজল, টেল টুইস্টার লায়ন এ্যাডভোকেট বিএম হোসেন, টেমার লায়ন শ্রীকান্ত রায়, মেম্বারশিপ চেয়ারম্যান এ্যাডভোকেট লায়ন জাকির হোসেন, এলসিআইএফ কর্ডিনেটর লায়ন মোঃ মাহাবুবুল হক মাসুম এমজেএফ, মার্কেটিং এন্ড কমিউনিকেশন চেয়ারম্যান লায়ন মোঃ মাহাবুব এলাহী, সার্ভিস চেয়ারপার্সন লায়ন সায়েদুল ইসলাম শাকিল, সদস্য রাকিব উল হাসান এসময় উপস্থিথ ছিলেন।

কর্মসূচীতে সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত গোদনাইল ধনকুন্ডা স্কুল মাঠে কর্মসূচীতে দিন্য ব্যাপী দুই শতাধিক মানুষকে ডায়াবিটিস পরীক্ষা, একশ জনকে রক্তের গ্রুপ নির্নয়, শতাধিক ছাত্রছাত্রীর মাঝে গাছের চারা ও শিক্ষাসামগ্রী বিতরন, একশজনকে রান্না করা খাবার বিতরন করা হয়। একশ জনকে দাত পরীক্ষা, একশজনকে চোখ পরীক্ষা, এসময় স্বল্প আয়ের নারীদের মাঝে সেলাই এ মেশিন বিতরন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকাল ৩ টায় কাউন্সিলরের কার্যালয়ে কনফারেন্স রুমে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাদের লাল সবুজের উত্তরীয় পরিয়ে সম্মান জানিয়ে তাদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলেদেন ডিস্ট্রিক্ট ৩১৫-এ টু এর গভর্ণর লায়ন ড. মোঃ বশির উল্লাহ।

উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর উদ্যোগে অক্টোবর সেবার মাসে ৫০ টি সেবামূলক কার্যক্রম গ্রহন করা হয়েছে।

RSS
Follow by Email