বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led04জেলাজুড়েরাজনীতিসোনারগাঁ

লাঙ্গলের প্রচারণায় দ্বারে দ্বারে এমপি খোকা

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লাঙ্গলের প্রচারণায়, দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য এবং লাঙ্গল প্রতীকের প্রার্থী লিয়াকত হোসেন খোকা ও তার সহধর্মিণী উপজেলা জাতীয় মহিলা পার্টির প্রধান উপদেষ্টা ডালিয়া লিয়াকত।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নোয়াগাঁও ইউনিয়ন এবং মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস ও ঢাকা-ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন চৌরাস্তায় সকাল থেকে বিকাল পর্যন্ত এ প্রচারণা চালানো হয়।

প্রচারণায় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল ,জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, সহ-সভাপতি গরীবে নেওয়াজ,যুবসংহতির আহবায়ক কাজী লিটু, আবুল মেম্বার, জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা জাহানারা রহমান, জায়দা আক্তার মনি, উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না, সদস্য সচিব নারগিস আক্তার, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার ও উপজেলা জাতীয় পার্টি নেতা জহিরুল ইসলাম-সহ জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

RSS
Follow by Email