সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
বন্দর

লাঙ্গলবন্দে দুইজন আটক, ইয়াবা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: জেলাকে মাদক-শূন্য করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের (এসপি) কড়া নির্দেশনার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। ডিবি’র পক্ষ থেকে দাবি করা হয়েছে, আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে এসআই শরিফুল হাসান সঙ্গীয় ফোর্স সহ গত রোববার (১২ অক্টোবর, ২০২৫) বিকাল ৫টা ২০ মিনিটের দিকে এই অভিযান চালান। সোমবার (১৩ অক্টোবর) তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, ঢাকাগামী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডস্থ ওভার ব্রিজের স্টিলের পিলারের নিচে রাস্তার ওপর অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণের নোওয়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীর আলম (৫৮) ও সিদ্ধিরগঞ্জ আজিবপুর কসাইপাড়া এলাকার মো. রফিক (৩৮)।

ডিবি পুলিশের দাবি, আটককৃতদের হেফাজত থেকে মোট ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। এর মধ্যে মো. জাহাঙ্গীর আলমের কাছ থেকে ১ হাজার পিস এবং মো. রফিকের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email