লটারির মাধ্যমে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বদলি
লাইভ নারায়ণগঞ্জ: বিভাগীয় কমিশনার, ঢাকা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদে কর্মরত ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বদলি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলায় কর্মরত ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলীর কার্যক্রম সম্পন্ন হয়।
বদলীর এই কার্যক্রমে বর্তমানে কর্মরত ইউনিয়ন পরিষদের সংসদীয় আসন, কর্মকর্তাদের স্থায়ী ঠিকানা এবং কর্মমূল্যায়ন বিবেচনায় রাখা হয়। এরপর নির্ধারিত উপজেলায় লটারীর মাধ্যমে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বদলীকৃত কর্মস্থল নির্ধারণ করা হয়। লটারীর মাধ্যমে বদলি কার্যক্রম সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত সকলে সন্তুষ্টি প্রকাশ করেন।
এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, নারায়ণগঞ্জের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নাঈমা ইসলামসহ জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলায় কর্মরত সকল ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দও এই কার্যক্রমে অংশ নেন।
এই প্রক্রিয়াটি সরকারি নির্দেশনার প্রতি জেলা প্রশাসনের দায়বদ্ধতা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে।
