র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টা, ৪ জন গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: র্যাবের পোশাক পরে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চার ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হ্যান্ডকাফ, ওয়াকিটকি, এবং র্যাবের পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল আলমগীর হোসেন (৩২), অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল আল মামুন সরদার (৪৩), এনামুল হক (৩৩) এবং শফিকুল ইসলাম (৫৬)। তাদের মধ্যে আলমগীর ও আল মামুন পটুয়াখালীর বাসিন্দা, এনামুল বরগুনার এবং শফিকুল ইসলাম পটুয়াখালীর।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, জাঙ্গাল এলাকায় কয়েকজন ব্যক্তি র্যাবের পোশাক পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা নিজেদের র্যাব সদস্য পরিচয় দেয়। কিন্তু বৈধ আইডি কার্ড বা ইউনিটের কোনো তথ্য দিতে ব্যর্থ হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের দেহ ও তাদের ব্যবহৃত সাদা রঙের হাইয়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৮০৪৬) তল্লাশি করে পুলিশ উদ্ধার করে কালো হ্যান্ডকাফ, খেলনার সাদৃশ্য ওয়াকিটকি, ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র, সিগন্যাল লাইট, চারটি র্যাবের কটি এবং দুটি স্কচটেপ।
এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী রিপন সরকার বাদী হয়ে একটি মামলা (নং-৩০(৯)২৫) দায়ের করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয় এবং তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানান, “মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।”