র্যাব পরিচয়ে ছিনতাই: রবিন-সাজুর দায় নিবে না ছাত্রলীগ
লাইভ নারায়ণগঞ্জ: র্যাব পরিচয়ে মোবাইল ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজুর দায়ভার নিবে না নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ।
শীর্ষ নেতাদের দাবি, ‘সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় তাদের আগেই অব্যাহতি দেওয়া হয়েছিল।’
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য জানান জেলা কমিটির সভাপতি আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের আওতাধীন সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগ। ২৫ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদবী উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়। যা বাংলাদেশ ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি দন্ডবিধি অপরাধের সাথে সম্পৃক্ত থাকার কারণে সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে ২০২১ সালের ১১ জুলাই সংগঠন বিরোধি কার্যকলাপে জড়িত থাকায় সভাপতিকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ছাত্রলীগের অব্যাহতি প্রাপ্ত এবং বহিস্কৃত ছাত্রদের দায়ভার বাংলাদেশ ছাত্রলীগ বহন করবে না।
বিজ্ঞপ্তির বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ।