সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
Led02ফতুল্লা

র‌্যাবের অভিযান: সন্ত্রাসীর গুলিতে নারী গুলিবিদ্ধ

লাইভ নারায়ণগঞ্জ:
সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেপ্তারের জন্য শহরের মাসদাইর এলাকায় রোববার (১৬ নভেম্বর) বিকেলে র‌্যাব-১১ একটি অভিযান চালায় । সে সময় জাহিদ ও তার সহযোগীরা গুলি ছুড়ে। এতে জবা আক্তার (২২) নামে এক নারী গুলিবিদ্ধ হন। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার জাহিদ নামে একজনকে কুপিয়ে গুরুতর আহত করে গুলি চালানোর চেষ্টা করে। ঘটনার পর থেকেই র‌্যাব তার অনুসন্ধান চালাচ্ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, সন্ত্রাসী জাহিদের নামে ফতুল্লা থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। শনিবারের ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

র‍্যাব-১১ এর অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন বলেন, গোয়েন্দাদের তৎপরতা শুরু হওয়ার আগেই জাহিদ বিষয়টি টের পেয়ে গুলি চালায়। ফলে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।

RSS
Follow by Email