শনিবার, মার্চ ১, ২০২৫
Led01জেলাজুড়ে

রোজার নানা আয়োজনে ব্যস্ততায় নগরবাসী

লাইভ নারায়ণগঞ্জ: শনিবার দিবাগত রাতের এশার নামাজের শেষে প্রথম তারাবি দিয়ে শুরু রমজান মাস। ইতি মধ্যে মহিমান্বিত এ রমজান মাসকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে সমগ্র নারায়ণগঞ্জ। বাজার থেকে শুরু করে মসজিদ, মার্কেট রেস্তোঁরা পর্যন্ত সবত্র চলছে রমজানকে ঘিড়ে প্রস্তুতি।

শনিবার (১ মার্চ) সরেজমিনে দেখা যায়, বিকেল হওয়ার সাথে সাথেই ভিড় বাড়ছে কাঁচাবাজারে। ক্রেতাদের হাতে হাতে দেখা যায় খেজুর, বুট, মুড়ির মতো আরও ইফতারের খাদ্য সামগ্রী। রমজানকে লক্ষ রেখেই কেউ একমাসের জন্য কেউ বা এক সপ্তাহের জন্য কিনে রাখছেন এই সামগ্রী। কাঁচাবাজারের দোকান ছাড়াও ভিড় দেখা গেছে সুরমা-আতরের দোকানে। মেসওয়াক, সুরমা, টুপি ও আতর কিনে নিচ্ছেন তারাবির জন্য। এদিকে প্রস্তুতি নিতে দেখা গেছে মসজিদের ইমামদেরও। ১ম তারাবি উপলক্ষে আছরের নামাজের পর কোরআনের প্রথম দেড় পাড়া তিলোয়াত করছেন তারা। নামাজ শেষে কোরআনের তিলোয়াত শুনছেন নামাজ পরতে আসা অনেকেই। সরেজমিনে নজর পরে নগরীর বিভিন্ন রেস্তোরাঁগুলোতেও। দোকানের সামনে আগামীকাল মুখরোচক ইফতার বিক্রির জন্য টেবিল পরিষ্কার করে রাখছেন। অনেকেই আবার বাঁশ-তেরপাল দিয়ে ফুটপাতে তৈরি করছেন ছাউনি। রমজান ঘিড়ে বিভিন্ন বিপনী বিতানগুলোতে ঈদের বিভিন্ন কালেকশন এনে রাখা হয়েছে। রমজান জুড়ে বিভিন্ন মূল্যছাড়ের অফার দেওয়া ব্যানার ঝুলিয়ে রাখা হচ্ছে বিভিন্ন জায়গায়।

ক্রেতা আহসান জানায়, আজ যদি চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল থেকে রোজা শুরু। রমজানের সময় অফিস করে প্রতিদিন তো বাজার করা সম্ভব না, আর এই রমজানে ইচ্ছে হয় পরিবারের সাথে ভালো-মন্দ কিছু খাওয়ার। তাই যতোটুকু পারছি কিনে নিয়ে যাচ্ছি। সব জিনিসের দাম আগের থেকে কিছুটা বাড়তির দিকে। এখন কিনে না রাখলে রোজার মাঝে বা শেষ রোজায় আরও দাম বাড়তে পারে। বোতলজাত সয়াবিন তেল একটু কম দেখছি। এখন দোকানদাররা বলছে কোম্পানি সাপ্লাই দেয় না, কিন্তু দাম বেশি দিয়ে ঠিকই দোকানে বিক্রি হচ্ছে। প্রতি রমজানে একটা ‘নেই নেই’ ভাব দেখিয়ে প্রতিটা জিনিসের দাম বাড়ানো হয়। এখন এটা নীতি হয়ে গেছে, মানুষ ১১ মাসের ব্যবসা এক মাসে করছে।

রেস্তোরার ম্যানেজার রাসেল সাদি জানায়, রমজান নিয়ে প্রতিবার আমাদের ইফতারের জন্য ৫০ এর বেশি আইটেম রাখা হয়। এর মধ্যে আছে খাশির রান, গ্রিল চিকেন, বুন্দিয়া, গরুর কালো ভুনা, কাচ্চি, মগজ ভুনা, চিংড়ি বল, পরোটা, লুচি, চিকেন তান্দুরি, চিকেন বটি কবাব, দই চিড়া রেশমি জিলাপি, বোম্বে জিলাপি, রেশমি কাবাব, হালিম, আলুর চপ, বেগুনের চপ, ছোলা, পেঁয়াজু। পানীয় মধ্যে রয়েছে আখের শরবত, পেস্তা বাদাম শরবত, বেলের শরবত, তরমুজের শরবত, লেবুর শরবত, বিভিন্ন ফলের আইটেম থেকে থাকবে তৈরী শরবতসহ অসংখ্য পানীয়র আয়োজন। এসব খাবার তৈরির জন্য সামগ্রীগুলো ইতিমধ্যে কিনে আনা হয়েছে। রমজান আসলেই মানুষের কাছে ইফতারের কিনে খাওয়ার চাহিদা বাড়ে। এবারও আমরা প্রস্তুতি নিচ্ছি, ইনশা-আল্লাহ এবারের রমজান ভালো যাবে।

ইসরাত ফ্যাশনের মালিক আশিক দেওয়ান জানায়, ঈদ আসতে আরও একমাস হলেও অনেকে এখনই অনেকে ঈদের মার্কেট করে রাখছে। এখন কাস্টমারের ভিড় তেমন নেই তবে এখন থেকেই শুরু হবে বলে আশা করছি। তাই আগে থেকেই কিছু কিছু ঈদের ড্রেসের কালেকশন এনে রেখিছি। এবারের রমজান ও ঈদ নিয়ে আমাদের ভালো কিছু করার আশা আছে।

RSS
Follow by Email