রেষ্টুরেন্টে অভিযান, আপত্তিকর অবস্থায় ১৮ তরুণ-তরুণী আটক
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ‘দারুচিনি ভুতের আড্ডা’ নামের একটি রেষ্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আপত্তিকর ভাবে অবস্থান করার অভিযোগে ১৮ জন তরুণ-তরুণীকে আটক করা হয়।
রবিবার (৩ মার্চ) আড়াইহাজার পৌর বাজারের ওই রেষ্টুরেন্টে অভিযান পরচিালনা করা হয়। এসময় ১৮ জন তরুণ-তরুণীসহ রেষ্টুরেন্টের ৪জন ষ্টাফকে আটক করেছে উপজেলা প্রশাসন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ জানান, দীর্ঘ দিন ধরে পৌর বাজারের খুরশিদ আলম সুপার মার্কেটের এ রেষ্টুরেন্টটিতে স্কুল কলেজ পড়ুয়া বখাটে ছাত্র ছাত্রীরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে এসে আপত্তিকর অবস্থায় আড্ডায় লিপ্ত হয়। ছাত্র-ছাত্রী ছাড়াও এলাকার বখাটে ছেলে মেয়েরা প্রতি নিয়ত এ রেষ্টুরেন্টে বিশেষ ব্যবস্থা থাকায় আড্ডা ও অসামাজিক কাজে লিপ্ত হয়। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে এমন একটি অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়। এরই এক পর্যায়ে আজ এ অভিযানে ৯ জোড়া কপোত—কপোতিকে সহ রেষ্টুরেন্টের ৪জন ষ্টাফকে আটক করে উপজেলা প্রশাসনের জিম্মায় নেয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।