রেল স্টেশনে পথশিশুদের খাবার বিতরণ করল ছাত্রশিবির
লাইভ নারায়ণগঞ্জ: ঐতিহাসিক ২৮ অক্টোবরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের লগি-বৈঠার তাণ্ডবে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবির অসহায় পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে। চিটাগাং রোড মহাসড়কে শহীদ আবদুল্লাহ আল ফয়সাল সহ সকল শহীদ ও আহতদের স্মরণে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ রেল স্টেশনে এই কর্মসূচি পালন করা হয়।
এর আগে, শহীদ আবদুল্লাহ আল ফয়সালের কবরে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে অর্ধশতাধিক এতিম ও অসহায় পথশিশুর মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন— মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইসমাইল, সেক্রেটারি অমিত হাসান, অফিস সম্পাদক আমজাদ হোসেন, সমাজসেবা সম্পাদক আল হেলাল, এইচ আরডি সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, এবং ফাউন্ডেশন সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, শহীদদের আত্মত্যাগের আদর্শকে ধারণ করে তারা ভবিষ্যতে আরও বেশি জনকল্যাণমূলক কাজ করে যাবেন।
