রবিবার, অক্টোবর ১২, ২০২৫
Led02জেলাজুড়ে

‘রেল তথ্য নারায়ণগঞ্জ গ্রুপ’-এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

লাইভ নারায়ণগঞ্জ: যখন নারায়ণগঞ্জ থেকে রাজধানী ঢাকা পর্যন্ত ট্রেনের যাত্রা সময়ের জটিলতায় জর্জরিত, তখন প্রযুক্তির হাত ধরে যাত্রা শুরু করেছিল একদল সেচ্ছাসেবী—যারা রেলের সর্বশেষ তথ্য পৌঁছে দেয় জনগণের দোরগোড়ায়। দীর্ঘ তিন বছর আগে মানুষের নিত্যদিনের এই সমস্যা সমাধানে স্বপ্ন দেখতে শুরু করা অনলাইনভিত্তিক সামাজিক সেবামূলক সংগঠন ‘রেল তথ্য নারায়ণগঞ্জ ফেসবুক গ্রুপ’ আজ তাদের সেই সাফল্যের তৃতীয় বর্ষপূর্তি উৎসব উদযাপন করলো।

শনিবার (১১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে একটি রেস্তোরাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে এই বর্ষপূর্তি ও পুনর্মিলনীর আলোচনা সভার আয়োজন করা হয়। আনন্দ-উচ্ছ্বাস আর সেবার অঙ্গীকার নিয়ে দিনটি উদযাপন করেন গ্রুপের সদস্যরা।

আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সবুজ আহন এবং অ্যাডমিন প্যানেলের মডারেটরসহ অ্যাডমিন প্রত্যয় খান। বক্তারা সংগঠনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং আরও বেশি মানুষের কাছে দ্রুত তথ্য পৌঁছে দিতে সকল সদস্যকে ম্যাসেঞ্জার গ্রুপগুলোতে সক্রিয়ভাবে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সবুজ আহন তাঁর বক্তব্যে রেল যাত্রীদের সুবিধার জন্য তাদের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, “এই গ্রুপটি শুধু ট্রেনের আপডেট জানানোর জন্য নয়, এটি নারায়ণগঞ্জবাসীকে সেবা দেওয়ার একটি প্ল্যাটফর্ম।” তিনি এবং অন্যান্য নেতারা সম্মিলিতভাবে জনগণের কাছে রেল তথ্য সেবার কার্যক্রম আজীবন অব্যাহত রাখার ঘোষণা দেন।

আলোচনা সভা শেষে আনন্দমুখর পরিবেশে কেক কেটে তৃতীয় বর্ষপূর্তি উৎসব উদযাপন করা হয়। এই সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা, অ্যাডমিন প্যানেল এবং উপস্থিত সদস্যরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানের শেষে আগত সকল অতিথিদের আকর্ষণীয় উপহার প্রদান করা হয় এবং নৈশভোজের মধ্য দিয়ে এই সফল অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই সংগঠনটি ভবিষ্যতে রেল যাত্রীদের সেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

RSS
Follow by Email