বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
সোনারগাঁ

রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের বাংলাদেশ রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ইউনিয়নের মালিপাড়া এলাকায় মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাউদ সুমন শফিউল্লাহর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা আতিকুল ইসলাম, রুহুল আমিন, সালাউদ্দিন, রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার সাউদ সুমন শফিউল্লাহ বলেন, আজ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এখনো কিছু অবৈধ স্থাপনা রয়েছে। সেগুলোও অচিরেই উচ্ছেদ করা হবে।

RSS
Follow by Email