সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
Led05আদালত

রূপগঞ্জ-সোনারগাঁয়ে পলিথিন বন্ধে অভিযান, ছয় প্রতিষ্ঠানের জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে ও সোনারগাঁয়ে পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও প্রদর্শন বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমী।

অভিযানে রূপগঞ্জের ভুলতা এলাকায় বিসমিল্লাহ আড়তসহ চারটি প্রতিষ্ঠান এবং সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাজারে দুইটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। অভিযানে ১,৩০৯ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ছয়টি প্রতিষ্ঠান থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিক্রয়, মজুদ, প্রদর্শন ও ব্যবহার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তারা সাধারণ জনগণকে পলিথিনের ব্যবহার পরিহার করে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের আহ্বান জানান। এসময় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় এবং জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email