শুক্রবার, জুলাই ১১, ২০২৫
Led05রূপগঞ্জশিক্ষা

রূপগঞ্জ উপজেলা এসএসসি পাশের হার ৬৭.১৭%

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে রূপগঞ্জ উপজেলায় আশাব্যঞ্জক ফল দেখা গেছে। এই উপজেলা থেকে মোট ৪ হাজার ৩৯৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, যার মধ্যে ২ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। রূপগঞ্জ উপজেলায় পাশের হার দাঁড়িয়েছে ৬৭.১৭ শতাংশ, যা নারায়ণগঞ্জ জেলার সামগ্রিক গড় পাশের হারের চেয়ে কিছুটা বেশি।

শুধু পাশের হারেই নয়, জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও রূপগঞ্জ ভালো ফল করেছে। এ বছর এই উপজেলা থেকে ৫৬৩ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে।

শিক্ষাবিদরা আরও মত প্রকাশ করেছেন যে, শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা উপকরণ এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে এই ধারা অব্যাহত রাখা সম্ভব। এই ফলাফল রূপগঞ্জ উপজেলার শিক্ষাঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা জাগিয়েছে।

RSS
Follow by Email