রূপগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হাসান নামের এক যুবককে আটক করেছে র্যাব-১১। শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার তারাব পৌরসভার আরিয়াবো এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মো. হাসান কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার গতিয়সব এলাকার মৃত কপিল উদ্দিনের ছেলে।
র্যাব-১১ এর উপ-অধিনায়ক ইশতিয়াক আহমেদ বলেন, শুক্রবার সন্ধ্যায় তারাব পৌরসভার আরিয়াবো এলাকায় ৫ বছরের শিশুকে চকলেটের প্রলোভনে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত হাসান পালিয়ে যায়। পরে শিশুটির বাবা রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে আরিয়াবো এলাকা থেকে অভিযুক্ত হাসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবককে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।