রূপগঞ্জে ৫ ইটভাটার জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
লাইভ নারায়ণগঞ্জ: বায়ু দূষণ রোধে রূপগঞ্জে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং‘র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার‘র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রূপগঞ্জের তারাব পৌরসভা এলাকায় ৫টি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আড়িয়ায় অবস্থিত মেসার্স এম.এম. ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স হাকিম ব্রিকস ম্যানুফেসারিং-২ কে ২ লাখ টাকা, কর্নগোপে অবস্থিত মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স এ.এস.বি ব্রিকস-১ কে ২ লাখ টাকা এবং মেসার্স এইচ আর বি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে পরবর্তীতে ভাটার কার্যক্রম বন্ধ রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ ও সহকারী পরিচালক মো: মোবারক হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ লাইভ নারায়ণগঞ্জকে জানান, বৃহস্পতিবার রূপগঞ্জে তারাব পৌরসভা এলাকায় ৫টি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা অনুযায়ী ৫ টি ইটভাটা থেকে ৯ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। সেই সাথে ভাটার কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারাখানা-প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।