শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led05রূপগঞ্জ

রূপগঞ্জে ৩০০ ফিটে প্রাণ গেল ২ মোটারসাইকেল আরোহীর

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে কুড়িল বিশ্বরোড-কাঞ্চন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ ও শিপন দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ভুইয়াবাড়ী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তারা ঢাকা থেকে কাঞ্চনের দিকে এসেছিলেন।

নিহতদের বন্ধু রাকিব হাসান গণমাধ্যমকে জানান, ঢাকার বসুন্ধরা যমুনা ফিউচারপার্ক এলাকায় নিহত আব্দুর রউফ ও শিপনের মোবাইলের দোকান রয়েছে। বুধবার মার্কেট বন্ধ থাকায় তারা ৬টি মোটরসাইকেল যোগে ১২জন বন্ধু পূর্বাচলের ৩০০ ফিট সড়ক পথে চাঁদপুর যাচ্ছিল। দুপুরের দিকে তারা পূর্বাচলের ৩নং সেক্টরের ভুঁইয়াবাড়ী ব্রিজে পৌছলে শিপন ও রউফের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শিপন ও রউফ মারা যান।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী লাইভ নারায়ণগঞ্জকে জানান, বন্ধুরা মিলে হাসইস্পিডে (দ্রুত গতিতে) মোটরসাইকেল চালানোর সময়ে এই দুর্ঘটনা ঘটে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিহতদের লাশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার ব্যাপারে নিহতদের পরিবারকে জানানো হয়েছে।

RSS
Follow by Email